স্টাফ রিপোর্টার-ঃ- সিনিয়র সাংবাদিক আব্দাহিয়ুর রহমান আপেলের ছোট বোন রেবেকা আক্তার আঁচল ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ ৫ সহ গোল্ডেন ৫ অর্জন করেছে। সে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমিতে অধ্যায়ন করেছিল। তার পিতা আশরাফুল আলম মঞ্জু একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ, মাতা ওয়ারেসা পারভীন রেক্সোনা একজন গৃহিণী। উল্লেখ্য – আঁচল পিএসসি এবং জেএসসি তে বৃত্তিসহ জিপিএ ৫ পেয়েছিল। ভবিষ্যৎ জীবনে সে ডাক্তার হয়ে দেশের ও মানুষের সেবা করতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।