তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরে হারবে শীত’
জিতবে মানবতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে তানোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শীতার্তদের মাঝে স্থানীয় সাংসদের পক্ষ থেকে উন্নত মানের শীতবস্ত্র (চাদর ও কম্বল) বিতরণ করা হয়েছে। এদিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামিতে পর্যায়ক্রমে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) ৮১টি ওয়ার্ডে সাংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে।
জানা গেছে, ২৮ নভেম্বর সোমবার তানোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট সমাজসেবক, তরুণ উদ্যোগক্তা, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন আদর্শিক ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ। এদিকে শীতবস্ত্র পেয়ে এসব মানুষ সাংসদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।