মাহবুবুর রহমান রানা, নওগাঁ প্রতিনিধি -ঃ- নওগাঁ পৌরসভার সালিশে আদালতে হামলা হয়েছে বলে জানালেন বেশ কয়েকজন পৌর ওয়ার্ড কাউন্সিলর ৷
মোঃ আব্দুল মালেক শেখ খোয়াজ (কাউন্সিলর ৪নং ওয়ার্ড নওগাঁ পৌরসভা) জানান গত ২৩/১১/২২ ইং তারিখে জমিসংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠক চলছিল ৷ সে সময় বেশ কয়েকজন মাস্তান ছেলে আমাদের শালিশ করতে নিষেধ করে অশ্রাব্য ভাষায় ৷
তারা বলে, নওগাঁ পৌরসভার ৩নং ওয়ার্ডের জমি সংক্রান্ত বিরোধের বিচার ৩নং কাউন্সিলর করার কথা ৷ কেন এখানে করা হচ্ছে বলে তারা এক পর্যায়ে তারা দলবদ্ধভাবে শালিশে কাৰ্যক্ৰমে হামলা ও ভাংচুর চালায়৷
মোঃ আব্দুল মালেক শেখ খোয়াজ বলেন ,বিরোধীয় ব্যক্তিদ্বয়ের বাড়ি ৪নং ওয়ার্ডে আমি এই এলাকার বিচার করছি তখন মাস্তানরা আমার গলা চেপে ধরে হত্যার হুমকি প্রদান করেন ৷
আসামী গণ পৌর সালিশী আদালাতের কাজে বাধা প্রদান করিযা সরকারী কাজে বাধা প্রদান করিয়াছেন বলেন খোয়াজ ভাই এবং এদিকে ঐ ঘটনাকে কেন্দ্র করে শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও বিঘ্নিত হচ্ছে ৷
তাই তিনি নওগাঁ সদর থানায় একটি এজাহার করিয়াছেন ৷
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান গত ২৩/১১/ ২২ ইং তারিখে পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর একটি এজাহার দায়ের করেছেন ৷ বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আসামীদের গ্রেফাতার করা হবে ৷
তবে এজাহারভুক্ত আসামীগণ
বলেন ,এগুলো ত নং ওয়ার্ড কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ আমরা কোন রকম হামলা করি নাই | শুধু কথা কাটাকাটি হয়েছে ৷