মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃআজ বৃহস্পতিবার ৫ ইং আগষ্ট ২০২১ ইং- শোভালয় জার্নালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিনও দৈনিক জাতীয় নিশানের সেনবাগ উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন খানের নানা মরহুম মমিনুল হকের ১ম মৃত্যু বার্ষিকী। মরহুম মমিনুল হক ২০২০ সালের ৫ ইং আগষ্ট বুধবার। রাত দশ টায় ৩০ মিনিট নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার ১১ টায়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাযার নামাজের ইমামতি করেন। মাওলানা আহসান হাবীব গোবিন্দ পুর মসজিদে ইমাম তিনি স্ত্রী, ১ পুত্র ও ৫ মেয়েসহ অসংখ্য ভক্ত, আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি সহজ সরল জীবনযাপন করতেন বলেই তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাঁর জানাযার নামাজে উপজেলার নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনতা অংশ গ্রহন করেন।
এদিকে মরহুম মমিনুল হকের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।