তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা পেলেন দেশ ভাগের আগের নীলফামারীর জেলা জলঢাকা উপজেলার ভূমিপুত্র আলহাজ্ব মরহুম গমর হাজীর পুত্রবধু অসহায় বৃদ্ধা হালিমা খাতুন (৯২)।
আজ বুধবার বিকেলে বৃদ্ধা হালিমার বাসায় গিয়ে এই মানবিক সহায়তা প্রদান ও বয়স্ক ভাতার কার্ডের আশ্বাস প্রদান করেন জলঢাকা পৌরসভার মেয়র জনাব ইলিয়াস হোসেন বাবুল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সোহাগ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ( ১, ২, ৩) নং ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান প্রমুখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এবিষয়ে বৃদ্ধা হালিমার সাথে কথা হলে তিনি বলেন মুই বাবুল কে কি কয়া দে ধন্যবাদ দেইম ভাষা খুঁজে পাওচো না বাহে মোর পাচ টা বেটা মোর কাহো খবর নেয় না কি খাবার ও দেয় না আর ২ টা বেটা মোর মরি গেইছে তার বৌ আর একটা বেটিক নিয়া মুই খুব কষ্ট করি চলোছ আর আজ মোক এই শেখের বেটি ( শেখ মুজিবুর রহমানের মেয়ে) হাসিনা এই সাহায্য করিয়া মোর উপকার করিল আর মোর বয়স্ক ভাতার কার্ড করি দেইল।
এদিকে জলঢাকার পৌরসভার মেয়র জনাব ইলিয়াস হোসেন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন আমি গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হালিমা খাতুন কে নিয়ে একটি বেদনা দায়ক পোস্ট দেখে আজ হালিমার বাসায় গিয়ে তাকে শেখ হাসিনা সরকারের মানবিক সহায়তা প্রদান করি এবং তার ৯২ বছর হওয়ার পর ও তার কোন প্রকার বয়স্ক ভাতা বা বিধবা ভাতা না হওয়ায় তাকে অতি শববিগ্রই একটি বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হবে।
এবিষয়ে জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউ, এন, ও) জনাব মাহবুব হাসানের সাথে কথা হলে তিনি বলেন আমি কিছু দিন আগে ওনাকে ( হালিমা খাতুন ) কে মানবিক সহায়তা প্রদান করি এবং তার জন্য একটা বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্হা চলমান আছে ।