মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে মঙ্গলবার কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বেলা ১১টার দিকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরকারি কলেজ মোড় থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এ সময় বক্তারা অভিযোগ করেন, পুলিশের গুলিতেই নয়ন নিহত হয়েছেন। বক্তারা নয়ন হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আদালতের মাধ্যমে দায়ীদের বিচার দাবি করেন।
উল্লেখ্য, ১৯ নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুরে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে নিহত হন ওই উপজেলার চর সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন ২৬ নভেম্বর কুমিল্লার বিএনপি বিভাগীয় সমাবেশ সফলে প্রচারপত্র বিলির সময় এ সংঘর্ষ হয়।