মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ আজ ৩ জুলাই দুপুর বেলা,ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ৩নং কোলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড,মেম্বার সদস্য,আরিফ হোসেন,৫শত মস্কো ও ৩০ টি হ্যান স্যানিটাইজারের বোতল,ও হাত ধোয়া ৪০টি সাবান বিতরণ করেন জনগণের মাঝে এবং বিভিন্ন রকমের করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলা জনগণের দিকনির্দেশনা ও পরামর্শ দেন, আরিফুল ইসলাম আরিফ। এসময় ঝিনাইদগ কালিগঞ্জ কোলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড,আওয়ামী লীগের সভাপতি,মোঃ বাদশা মল্লিক সফর সঙ্গী হিসেবে ও ৭নং ওয়ার্ড,আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী বিতরণের সময় উপস্থিত ছিলেন।
বিতরণ করেন ঝিনাইদহ কালিগঞ্জ কোলা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষ্ণপুর,শলুয়া বাজার,বরাট, সহ বিভিন্ন জায়গায় পথচারী,বাই সাইকেল চালক,নসিমন চালক, আলম সাধু চালক ও পথচারীদের মাঝে মস্কো হ্যান স্যানিটাইজার ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।
আরিফুল ইসলাম আরিফ বলেন, যে কয়দিন মহামারী করোনা ভাইরাস লকডাউন থাকবে, তার নিজ ওয়ার্ডে করোনা ভাইরাস সামগ্রী বিতরণের অব্যাহত থাকবে।
তিনি এ সময় যেসব পরিবার মহামারী করোনাভাইরাস এর ইন্তেকাল করিয়াছেন। তাদের জন্য দোয়া চান যারা এখনো হাসপাতলে আছে তাদের জন্য দোয়া চান এবং নিজের জন্য দোয়া চান,তিনি এভাবে জনগণের সেবা খেদমত করে যেতে পারে, সে হলো আরিফুল ইসলাম আরিফ।