মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭৭০ পিস নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও ১৪শ’ ট্যাবলেটসহ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জহিরুল আলম ভূইয়া (৬০) প্রকাশ জাহের ডাক্তার উপজেলার দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও কুড়িপাইকা গ্রামের এলাহী বক্স ভূইয়ার ছেলে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারত থেকে নেশাজাতীয় দ্রব্য এনে বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কুড়িপাইকা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।