আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি -ঃ- ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে দুর্ঘটনা-দুর্যোগে সবার আগে সবার পাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা করেছেন ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ভালুকা ফায়ার সার্ভিস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল-মামুন, উপজেলার কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।