মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়া পাঁচ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহরের ছিলিমপুর চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর আহম্মেদ নগরের নূরুল ইসলামের ছেলে সেলিম (৪৫), কেরানীগঞ্জ গোলচর এলাকার রহিমের ছেলে রকি (৩০), ব্রাহ্মনবাড়িয়া আড়াইহাজার গ্রামের কুদ্দুসের ছেলে আনোয়ার (৩৬)।
এস আই জাকির আল আহসান জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সেলিমের নামে দেশের বিভিন্ন জেলায় ১০ টি মাদক ও অস্ত্র মামলা, রকির নামে ৫ টি মাদক মামলা রয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দীকি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।