রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড় জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামকে সম্বর্ধনা প্রদান করেছে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখা । রবিবার (১-আগস্ট) দুপুরে সংগঠনের নেতা কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল ও গাছের চারা দিয়ে সম্বর্ধনা প্রদান করা করে । প্রথমে ফুল দিয়ে সম্বর্ধনা প্রদান শেষে জেলা কমিটির পক্ষ থেকে টবে সাজিয়ে রাখার জন্য একটি রাজমূকুট ফুলের গাছ ও সংগঠনের জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি পাতা ক্যাকটাস এর গাছ জেলা প্রশাসক’কে উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি মোঃ মনছুর আলী, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শফিউল্লাহ্ , ছাত্র পরিষদের সভাপতি মোঃ রাকিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন । সম্বর্ধনা প্রদান শেষে সংগঠনের জেলা কমিটির তালিকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন সংগঠনের জেলা কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান ।