তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া ১০ কেজি করে চাল পেল নীলফামারীর সদর উপজেলার ৫০ টি হরিজন পরিবার ।
আজ শনিবার বিকেল ৫ টায় নীলফামারীর সদরের ৫ নং টুপামারী ইউনিয়নের ৫০ টি হরিজন পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করেন নীলফামারী জেলার মাননীয় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী , এসময় উপস্থিত আরো ছিলেন নীলফামারী সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের রিভিনিউ ডেপুটি কালেক্টর বেলায়েত হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর জাহাঙ্গীর হোসেন , ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন ও টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মছিরত আলী শাহ্ ফকির ( ফকির চেয়ারম্যান) ।
হরিজন সম্প্রাদয়ের মাঝে চাল বিতরন শেষ করে উক্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন এই হরিজন পল্লীতে আমরা কয়েকটি গভীর নলকুপ স্থাপন করবো যাতে করে এই পল্লীর মানুষের খাবারের পানির অভাব না হয়।
এবিষয়ে নীলফামারীর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইউ এন ও মফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আজ আমরা টুপামারীর ৫০ টি হরিজন সম্প্রাদয়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে যা আগামীতে অব্যাহত থাকবে ।