মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বখাটের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই স্কুল ছাত্রী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, মোগড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লাশ শেষে বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছিলো। এ সময় নয়াদিল গ্রামের শানু মিয়ার ছেলে শামীম মিয়া (২০) ওই স্কুল ছাত্রীর পথরোধ করে। এ সময় স্কুল ছাত্রীকে শামীম প্রেমের প্রস্তাব দেয়। সেটি প্রত্যাখান করলে সে ছুরি দিয়ে আঘাত করলে স্কুল ছাত্রীর হাতে লাগে। এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে বখাটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়।
ওই স্কুল ছাত্রীর বাবা সাংবাদিকদেরকে জানান, ওই ছেলেটি তার মেয়েকে এর আগেও উত্যক্ত করে। মঙ্গলবার দুপুরে তার মেয়ে বাড়ি ফেরার পথে ওই ছেলেটি আপত্তিকর প্রস্তাব দেয়। তখন সে না করলে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, এ ধরণের একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন।