জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া খুলনা প্রতিনিধি -ঃ খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস রাজাপুর গ্রামের কালাম মোড়ল, মান্নান মোড়ল ও সলেমান মোড়ল তার আপন ভাই সালাম মোড়ল জাহাঙ্গীর মোড়ল ও,ভাইপো স্কুল শিক্ষক আসাদ মোড়ল, ৩১ জুলাই শনিবার সকাল সাড়ে ৭টার সময় জমির অংশীদারীর টাকা নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে আসাদের নির্দেশে জাহাঙ্গীর মোড়ল শিশু মাললিয়া ইসলাম (৩) সোনিয়া খাতুন (৮) ও ছিয়াম (১০)এই তিন শিশু ভাত খাওয়ার সময় শিশুদের ভাতের থালা কেড়ে ফেলে দেয় ও তাদের রান্না ঘর ভেঙ্গে দেয়।
এ ব্যাপারে জাহাঙ্গীর মোড়ল ও আসাদ মোড়লের নিকট জানতে চাইলে তারা জানান আপনি সাংবাদিক তাই বাড়িতে প্রবেশ করতে দিয়েছি। শুনে রাখবেন সাংবাদিক সাহেব আমরা কালাম, মান্নান ও সলেমান কে বাড়ি থেকে মেরে বের করে দিয়াছি, বাড়ীর ভিতরে আর প্রবেশ করতে দিবো না। এসময় মান্নানের ব্যাবহৃত খুলনা হ ১৩৪৭১৮ নং চাবি ও মটর সাইকেল কেড়ে নেয়।
ঘটনাস্থলে চেয়ারম্যান শেখ আব্দুল কুদ্দুস সরজমিনে তদন্ত গেলে তার নিকট জানতে চাইলে তিনি জানান এটা অমানবিক ভাতের হাড়ি, তরিতরকারি ফেলে দিয়েছে ও রান্না ঘর ভেঙে চুুরমার করে দিয়েছে।
এব্যাপারে ডুমুরিয়া থানার ওসি মোঃ ওয়াইদুর রহমান বলেন ভুক্তভোগীরা একটি অভিযোগ করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।