মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ সঠিক সময়ে বাকি টাকা পরিশোধ করতে না পারায় এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার কারণে থানায় অভিযোগ।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ জুলাই ) সকালে বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরী হাট বাজারে ঘটনায় গুরুতর জখম হয়ে ওই ব্যক্তি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভী পাড়া এলাকার মৃতঃ গিয়াস উদ্দিনের পুত্র মোঃ শাহজাহান আলী চৌধুরীহাট বাজারে একটি শাহ আলম ট্রেডার্স নামের সারের দোকান রয়েছে। বিগত এক বছর ধরে একই এলাকার মোঃ মোবারক আলী এর পুত্র মোঃ জয়নাল আবেদীন (৩৮) নামের এক ব্যক্তি তার দোকান থেকে প্রায় ১১ হাজার টাকার সার বাকিতে ক্রয় করেন এর মধ্যে ৬ হাজার টাকা পরিশোধ করে এবং বলে যে ভাই করোনা ভাইরাস এর শাটডাউন শেষ হলে আমি আপনার ৫ হাজার টাকা পরিশোধ করে দিব। এরপর দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
এদিকে জয়নাল এর পিতাঃ মোঃ মোবারক আলী জানান, দোকানদার মোঃ শাজাহান আলী ও তার ছেলে শাহ আলম (২৫), ভাই মোঃ মোফাজ্জল হোসেন (৫৭) ও ভাতিজা বাদল (২৭), শেখ ফরিদ (২৯) আমার ছেলেকে লাথি ঘুঁষি মারে। পরে আমার নাতি বাক প্রতিবন্ধী মোঃ রায়হান (১৪) তার বাবাকে বাঁচাতে গেলে তাকেউ মার পিট করে। এরপর ব্যাপক মারধর এর হাত থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা
জয়নাল আবেদীন কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। যাহার রেজিঃনংঃ ১৭৭৩৫/৩৫ বেডনংঃ ১৩ সার্জারি ওয়ার্ড। মারামারির সময় আমার ছেলের জন,সন ১০০ সি,সি, একটি মোটরসাইকেল, ১১২০ টাকা লুট করে নেয় তারা । এদিকে বি, এল, সিম্ফোনি মডেল এর একটি মোবাইল ভেঙে দেয়।
এবিষয়ে শাহ আলম ট্রেডার্স
এর মালিক মোঃ শাহজাহান আলী বলেন, দীর্ঘদিন থেকে মোঃ জয়নাল আমার দোকানের বকেয়া টাকা পরিশোধ করেছেন না এক পর্যায়ে গতকাল তার সাথে আমার বাজারে আমার দোকানের সামনে দেখা হয়। বকেয়া টাকা চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আমাদের হাতাহাতি হয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের ও চৌধুরীহাট বাজারের সভাপতি মোঃ জয়নাল চৌধুরী জানান, আমরা তাদের দুইজনের ঝগরা থামাই এবং ঘটনাস্থল ত্যাগ করি।
এ বিষয়ে পঞ্চগড় বোদা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছেন পুলিশ।