মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ায় আইনজীবী দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকাল ১০টার বগুড়া আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে চত্ত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন আইনজীবী জানান, বেশ আগে থেকেই এ্যাডঃ রেজাউল করিম মন্টু ও পিপি আব্দুল মতিনের মধ্যে বার সমিতি নির্বাচন নিয়ে ব্যক্তিগত ঝামেলা চলে আসছিল। তারা দুই গ্রুপই আওয়ামীলীগ সমর্থিত। সোমবার সকালে আদালত চত্বরে জজ কোর্টের প্রধান গেটে একটি বাঁশ খুটি দ্বারা গেট বানানো নিয়ে দুই পক্ষের আইনজীবীদের এমন তর্ক-বিতর্ক ও হট্টগোলের ঘটনা ঘটে।
তবে এ ঘটনার সময় রেজাউল করিম মন্টু ও আব্দুল মতিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলেও জানান আদালত চত্বরের কিছু আইনজীবী।
বিষয়টি নিয়ে এ্যাডঃ রেজাউল করিম মন্টু বলেন, ‘আমি এই ঘটনার ব্যাপারে কিছু জানতাম না৷ আমি মাত্র আদালত চত্বরে আসলাম। এসে জানতে পারলাম হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে আমার মনে হয় বার সমিতির নির্বাচনকে কেন্দ্র করেই তারা এমন করেছে।
এদিকে পিপি আব্দুল মতিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বগুড়া কোর্ট ইনচার্জ সুব্রত ব্যানার্জী বলেন, ঘটনার পর থেকেই আদালত চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেন কি কারণে এমন ঘটনা ঘটেছে সে ব্যাপারে আমি কিছুই জানিনা।