রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের বদরগঞ্জে গৃহবধু শিল্পি বেগমকে মারপিট করে বাড়ী ছাড়া করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে আজ দুপুর দেড়টায় পৌর শহরের শংকরপুর বিলপাড়া গ্রামে অভিযোগ সূত্রে জানাযায় শিল্পি বেগম বাবার কাছ হতে প্রাপ্ত সম্পতিতে ১৫ বছর ধরে বসবাস করে আসছে। হঠাৎ করে শিল্পির ভাই রবিউল উক্ত জমি নিজের দাবী করে জোর পূর্বক দূর্বত্তদের সাথে নিয়ে শিল্পি এবং তার ছোট বোন কে বেধড়ক মারপিট করে আহত করে । প্রতিবেশিরা শিল্পি ও তার বোনকে আহত অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নিজ বাড়ী হতে শিল্পি বেগমকে বাড়ী ছাড়া করে দূর্বত্তরা । বর্তমানে শিল্পি অন্যের বাড়ীতে আশ্রয়গ্রহন করে । ভুক্তভোগি শিল্পি বেগম জানান, তারভাই রবিউল খারাপ প্রকৃতির লোক দুর্বত্তদের দিয়ে আমাকে বাড়ী ছাড়া করেছে বাড়ীর চার পাশে ক্যাডার বাহিনী দিয়ে ঘিরে রেখেছে আমি বাড়ীতে গেলে আমাকে জানে মেরে ফেলবে। রবিউলের সাথে যোগাযোগ করা হলে রবিউল জানান আমার জমি আমি দখল করেছি এর বেশি কিছু বলতে পারবো না। শিল্পি বেগম পৌর শহরের শংকরপুর মন্ডলপাড়া গ্রামের সামছুল হকের কন্যা। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান,অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে দুবার পুলিশ গিয়ে শিল্পি বেগম কে বাড়ীতে ঢুকিয়ে দেয়। শিল্পির ভাই রবিউল খারাপ প্রকৃতির মানুষ বলে জানা গেছে।